আফগানদের টস জিতে ফিল্ডিং নেয়ার পেছনে রহস্য কী ছিল?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সাউদাম্পটনে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যে মাঠে খেলতে নেমেছিল সেখানেই অনুষ্ঠিত হয়েছিল ভারত-আফগানিস্তান ম্যাচ। ওই ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের কাছে গিয়েও খালি হাতে ফিরেছে গুলবদিন নাইবের নেতৃত্বাদীন দলটি। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেটটা ছিল তাদের পরিচিতই।

টাইগারদের বিপক্ষে ম্যাচে টস ভাগ্যে জয়ী হয় আফগানরা। আফগান অধিনায়ক অবশ্য প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল বাংলাদেশ দলকেই। তাদের এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ম্যাচ সেরা পুরস্কার হাতে পাওয়া সাকিব।

ম্যাচ শেষে সাকিব জানান, ‘টসের সিদ্ধান্ত দেহে কিছুটা অবাক হয়েছিলাম। এমন উইকেটে খেলে আমরা অভ্যস্ত। তাই টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতাম আমরা। এটা অবশ্য তাদের পরিকল্পনার অংশই ছিল। কখনও কখনও কোনো দল তাড়া করেই ম্যাচ জিততে চায়। তারা কী ভেবেছিল জানিনা।’

দলের বোলিং বিভাগের পারফরম্যান্স ব্যাখ্যা করতে গিয়ে সাকিবের ভাষ্য, ‘যার যার জায়গা থেকে সবাই ভালো করেছে। পেসাররা যেমন মানিয়ে নিতে পেরেছে পাশাপাশি স্পিনাররাও নিজেদের কাজটা করতে পেরেছে ঠিকমত।’

‘বল হাতে ভালো শুরু করতে না পারলে আসলে কঠিন হয়ে যায়। প্রথম দশ ওভারে অন্তত দুটি উইকেট নিতে পারলে ভালো হয়। তিনটা নিলে এর চেয়ে ভালো হতে পারে না। দশ ওভারে আমরা দুইতা উইকেট শিকারের লক্ষ্য রাখি। তা নাহলে স্পিনাররা চাপে ফেলতে পারে না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »