শোয়েব আক্তার »
এবি ডিভিলিয়ার্স। বিশ্ব ক্রিকেটে বোলার জন্য এক আতঙ্কের নাম। উইকেটের চারপাশে খেলায় সমান দক্ষ এই ডানহাতি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বলে দেন। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও বিশ্বের নামি-দামি সব লিগে এখনও খেলে যাচ্ছেন তিনি।
বেশ কিছু দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ডিভিলিয়ার্সের ফেরার গুঞ্জন শুণা যাচ্ছে। এবার অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে মুখ খুললেন তিনি। বিগব্যাশ ক্রিকেট লিগে নিজের অভিষেক ম্যাচের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।
দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আবার ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঘটতে হবে। যদি আমি দক্ষিণ আফ্রিকার জার্সি গাঁয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি তবে খুব খুশি হবো।’
নানান কারণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কঠিন সময় পার করছে। দেশের ক্রিকেট কে পুণরায় সঠিক পথে ফিরিয়ে আনতে ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদ ও কোচিং স্টাফে ব্যাপক রদবদল করা হয়েছে। বর্তমানে দলের কোচ হিসেবে আছেন মার্ক বাউচার এবং বোর্ডের পরিচালক পদে আছেন গ্রায়েম স্মিথ । এদুজন সহ অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সাথে কথা বলে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান ডিভিলিয়ার্স।
তিনি বলেন, ‘আমি মার্ক বাউচার, গ্রায়েম স্মিথ ও ফাফ ডু প্লেসিসের সাথে কথা বলেছি। তারাও সবাই চাচ্ছে আমি যেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসি।’
ভিলিয়ার্স আরও বলেন, ‘এখনো অনেক লম্বা পথ। সামনে আইপিএল আসছে, আমাকে ওইখানে ভালো খেলতে হবে। আমি আমার নাম বিবেচনার জন্য রাখবো আর আশা করব যেন দলে ফিরতে পারি।’
তবে ভক্ত সমর্থকদের এখনও পুরোপুরি নিশ্চয়তা দিচ্ছেন না তিনি। এবি ডি বলছিলেন, ‘এটি এখনও নিশ্চিত নয়। আমি নিজেকে কিংবা অন্যদের হতাশ করতে চাই না। বর্তমানের মতো আমি বিষয়টাকে সহজভাবে নিচ্ছি। ভালো খেলার চেষ্টা করবো, দেখা যাক বছরের শেষ ভাগে কি হয়।’
এবি ডি ভিলিয়ার্সের এক সময়কার মাঠের সতীর্থ মার্ক বাউচার, গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস’রা বর্তমানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দ্বায়িত্বে আছেন। বছরের শেষ ভাগে ভালো খবর পেতেই পারেন তিনি!