নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় নারী ক্রিকেট দল তথা আন্তর্জাতিক নারী ক্রিকেটে এক জনপ্রিয় নাম হচ্ছে মিতালী রাজ। ১৯৯৯ সাল থেকে ওয়ানডে দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা। ভারত নারী দলের হয়ে ২০ বছর ধরে ওয়ানডে খেলে যাচ্ছেন তবে টি-টোয়েন্টিকে বিদায় বললেন এই ভারতীয় নারী ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার।
ভারত নারী ক্রিকেট দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ২৬শে জুন ২০০৬ সালে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে মিল্টন কেইনসে। ভারত নারী দলের হয়ে মিতালী রাজের টি- টোয়েন্টি ক্রিকেটের ব্যাট ও বলের পরিসংখ্যান তুলে ধরা হলো:
ব্যাটিং:
ম্যাচ: ৮৯
ইনিংস: ৮৪
অপরাজিত: ২১
রান: ২৩৬৪
সর্বোচ্চ: ৯৭*
গড়: ৩৭.৫২
হাফ সেঞ্চুরি: ১৭
সেঞ্চুরি: ০
বোলিং:
ম্যাচ: ৮৯
ইনিংস: ১
ওভার: ১
রান: ৬
উইকেট: ০
ইকোনমি: ৬.০০
ফিল্ডিং:
ম্যাচ: ৮৯
ইনিংস: ৮৯
ক্যাচ: ১৯
সর্বোচ্চ: ১
ইনিংস প্রতি ক্যাচ: ০.২১৩
মিতালী রাজ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ৯ মার্চ ২০১৯ এ গুয়াহাটিতে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে। মিতালী রাজের খেলা ৮৯টি টি-টোয়েন্টির মধ্যে ৩২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আর তার মধ্যে নেতৃত্ব দিয়েছেন ২০১২, ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
মিতালী রাজ জানিয়েছেন, ” আমি এই মুহূর্তে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ২০২১ সালের বিশ্বকাপের জন্য মনোযোগী হতে চাই। আমার স্বপ্ন আমার দেশের হয়ে বিশ্বকাপ জেতা। আমি আমার সেরাটাই দেবো।”