নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ওপেনার মুরলি বিজয়। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। ২০১৮ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষ ম্যাচ খেলেন এই ওপেনার। এরপরে আর জাতীয় দলে সুযোগ পাননি বিজয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন মুরলি বিজয়।
টুইট করে তিনি লিখেন, সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমার যাত্রা খুব সুন্দর ছিল। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার কাছে সম্মানের।
সতীর্থদের ধন্যবাদ জানিয়ে মুরলি বিজয় বলেন, ‘আমার সব কোচ, সতীর্থ এবং সহকারীকে অনেক ধন্যবাদ। আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষেত্রে সবার ভূমিকা ছিল। আমার ক্রিকেট জীবনে উত্থান পতনের সময় সমর্থকদের পাশে পেয়েছি। সেই অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব।’
২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফিতে অভিষেক হয় বিজয়ের। ভারতের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ ও ১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি ৯টি ম্যাচে খেলেছেন।
টেস্ট ক্রিকেটে ১২টি শত এবং ১৫টি অর্ধশতসহ সর্বমোট রান করেন ৩৯৮২। ওয়ানডেতে একটি হাফ সেঞ্চুরিসহ ৩৩৯ রান করেন। এছাড়া টি-টোয়েন্টিতে ১৬৯ রান করেছেন মুরলি বিজয়।
এস.আর/নিউজক্রিকেট২৪