আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জেনি গান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সারাহ টেইলরের পর ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার জেনি গান। ২০০৪ সালে মাত্র ১৮ বছর বয়সে অভিষেক হয় গানের। মাত্র ৩৩ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নেন জেনি গান। এ সম্পর্কে তিনি বলেন, ‘এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত। তবে আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে।’

জেনি আরও জানান, ‘আমি একটি দুর্দান্ত দলে খেলতে এবং দারুণ লড়াইয়ে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

জেনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের ব্যাবস্থাপনা পরিচালক ক্লেয়ার কনা।

১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১টি টেস্ট ম্যাচ খেলে ২৯টি উইকেট নিয়েছেন জেনি। ইকোনমি ১.৭৬ এবং গড় ২২.২। ১৪৪ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ।১৩৬ উইকেট শিকার করেন। ইকোনমি রেট ৩.৮৮ এবং গড় ২৮.১। জেনি গুন প্রথম ক্রিকেটার হিসেবে শতাধিক টি২০ ম্যাচে অংশগ্রহণ করেন। ১০৪ টি টি২০ ম্যাচ খেলে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ৭৫টি উইকেট নিয়ছেন জেনি। ইকোনমি রেট ৬.৪৪ এবং গড় ১৯. ৮।

ক্যারিয়ারে বোলিং এর সাথে ফিল্ডিংয়েও ছিলেন বেশ দক্ষ। ১৪৪টি ওডিআই ম্যাচে ৪৯টি ক্যাচের পাশাপাশি ১৪টি রান আউট করেন তিনি। টি২০ ক্রিকেটে তিনি আরও ক্ষিপ্র। ১০৪ ম্যাচে ৫৮টি ক্যাচের সাথে আছে ১০টি রান আউট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »