আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন যুবরাজ সিং

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ২০১৭ সালে ভারতের হয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন যুবরাজ। এরপর আর নীল জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার।

তাই আজ সোমবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ২০১১ বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার যুবরাজ সিং। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইসিসির অনুমোদিত টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন যুবরাজ।

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে মোকাবেলা করে আবারও ফিরেছিলেন ক্রিকেটে। তবে নিজেকে মেলে ধরতে পারেননি আগের রূপে। ফলে ছিটকে পড়েন জাতীয় দলের স্কোয়াড থেকে।

ভারতের হয়ে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে নিজের নামের পাশে প্রায় ১১ হাজার রান যোগ করেছেন যু্বরাজ সিং। নীল জার্সিতে ২০৪টি ওয়ানডে, ৪০টি টেস্ট আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার ব্যাটিং গড় ছিল লক্ষ্যণীয় টেস্টে প্রায় গড়ে ৩৪, ওয়ানডেতে ৩৬.৫০ আর টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় ছিল ২৮। এছাড়া বল হাতে তিন ফরম্যাটে ১৫৮টি উইকেটও নিয়েছিলেন যুবরাজ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »