নিউজ ডেস্ক »
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত বাংলাদেশ। কর্মহীন হয়ে পড়া অসংখ্য মানুষ দিনযাপন করছে অতি কষ্টে। এই কঠিন পরিস্থিতি আর্তমানবতার সেবায় এগিয়ে আসছে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান সহ দেশের অনেক বিত্তশালী ব্যক্তিবর্গ। ক্রিকেটাররাও নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসাইন আর্তমানবতার সেবায় নিজেকে যুক্ত করলেন আদনান ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের সাথে।
“মানুষ আমরা নামে নয়, কর্মেই পরিচয়” এই বাণীকে মনে লালন করে বর্তমান করোনা সঙ্কটে অসহায় মানুষদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল-আমিন। করোনা সঙ্কটের শুরু থেকেই নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন অসহায় মানুষদের।
এবার ভিন্ন উপায়ে সারাদেশের অসহায় মানুষদের পাশে আল-আমিন। আদনান ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন আল-আমিন। প্রতিষ্ঠানটি সমাজের এমন সব মানুষদের সহায়তা করছে যারা লোক লজ্জার ভয়ে কারো কাছে কিছু চাইতে পারেনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আল-আমিন। তিনি বলেন, ‘তাদের উদ্যোগটি আমার খুব ভাল লাগায় আমিও সম্পৃক্ত হয়ে গেলাম আদনান ফাউন্ডেশনের সাথে। কাজ করব কাধে কাধ মিলিয়ে।”
প্রথম দফায় চট্টগ্রামের আনোয়ারায় এমন সব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে আল-আমিনের সহযোগিতায় এই ফাউন্ডেশন থেকে- নিশ্চিত করেন আল-আমিন। তাছাড়া তিনি ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির সকল সদস্যদের যারা নিরলসভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।