আত্মহত্যা করতে গিয়েছিলেন ভারতীয় এক ক্রিকেটার

মমিনুল ইসলাম »

দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাহিরে জীবন পার করছেন ভারতীয় পেসার প্রবীণ কুমার। ২০১২ সালে এশিয়া কাপ খেলার পর হঠাৎই ক্রিকেট থেকে হারিয়ে যান প্রবীণ কুমার। হঠাৎ করে এভাবে হারিয়ে যাওয়াকে কোন ভাবে মেনে নিতে পারছিলেন না ভারতীয় এই পেসার। তাই তো হঠাৎই আত্মহত্যার চেষ্টা করেন ৩৩ বছর বয়সী এই পেসার।

ক্রিকেট মাঠের মাত্রাতিরিক্ত চাপের কারনে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেয়া নতুন কিছু নয়। এই তো বেশ কিছুদিন আগে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও নিক ম্যাডিনসন। শুধু তারাই নয় বিশ্বকাপের পর চাপের কারনে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের মঈন আলী।

তবে প্রবীণ কুমারেরটা একটু ভিন্ন আঙ্গিক। ২০১২ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি ৩৩ বছর বয়সী এই মিডিয়াম পেসারকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও সর্বশেষ খেলেছেন ২০১৭ সালে। শুধু তাই নয় নিজেদের ঘরোয়া খেলা গুলোতেও জায়গা হচ্ছে না এই মিডিয়াম পেসারের। এমন কিছু কোন ভাবেই মেনে নিতে পারেননি প্রবীণ কুমার। তাই তো নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সন্তানের হাসিমাখা মুখের ছবির দিকে তাকিয়ে নিজেকে সরিয়ে নেন। এমন ঘটনার কথা স্বীকার করেছেন ভারতীয় এই মিডিয়াম পেসার।

তিনি বলেন, ‘ক্রিকেট থেকে হঠাৎ করেই হারিয়ে গেলাম। গত ৮ বছর হলো একটা প্রশ্নেরই উত্তর খুঁজছিলাম কেন হারিয়ে গেলাম। ক্রিকেটার হিসেবে আমাকে মানুষ মনে রাখেনি। বিষয়টা নিয়ে নিজের সাথে অনেক লড়াই করেছি। অনেক চেষ্টা করেছি তবে আর ক্রিকেটে ফেরা হয়নি। আর তাতেই কি অবসাদ গ্রস্ত হয়ে পড়ি। তখন নিজেকে শেষ করে দেয়া ছাড়া অন্য কিছু মাথায় আসেনি।’

তিনি আরও বলেন, ‘এই তো মাস খানেক পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলো। তখন গলায় একটা মাফলার জড়িয়ে বন্দুক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। এরপর একটা জায়গায় গিয়ে গাড়ি থামিয়ে নিজের সাথে নিজে কথা বলি। নিজেকে বুঝাতে চেষ্টা করি যে এই জীবন রেখে কোন লাভ নেই। এরপর গাড়িতে সন্তানের হাসিমাখা একটি ছবি দেখি তারপর সিদ্ধান্ত নেই ওকে এভাবে ছেড়ে যাওয়া ঠিক হবে না। তখন থেকে নিজেকে কাউন্সিলিং করা শুরু করি।’

ভারতের জাতীয় দলের হয়ে ৬ টেস্ট খেলে নিয়েছেন ২৭ উইকেট, ৬৮ টি ওয়ানডেতে ৭৭ উইকেট আর ১০ টি-টোয়েন্টিতে ৮ উইকেট। ভারতের জাতীয় দলের হয়ে সর্বসাকুল্যে ১১২ টি উইকেট নিয়েছেন এই মিডিয়াম পেসার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »