নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলের হয়ে শেষ মাঠে নেমেছিলেন গত বছরের ফেব্রুয়ারি মাসে। ঘরোয়া লিগ, ‘এ’ দল এবং এইচপিতে ভালো পারফরম্যান্স করে আবার দলে ফিরেছেন। ভালো করার ফলে ডাক পেয়েছেন, চলতি মাসে ১৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বিসিবি একাদশ। এর একাদশে আফিফও খেলেন। ব্যাট হাতে ১০ রান করেন এবং বল হাতে তিনটি উইকেট ও তুলনামূলক নিয়ন্ত্রিত বোলিং করেন। আর বোলিংয়ে এই তিন উইকেট নেয়ার ফলে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন আফিফ।
প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করার পর তিনি বলেন, “আমি গত এক বছরে ‘এ’ দল বা এইচপি যেই দলের হয়েই খেলি না কেনো খুব সতর্ক হয়ে খেলেছি। ভালো করার চেষ্টা করেছি প্রত্যাকটি ম্যাচে। আর এই ভালো খেলার ক্ষুধা থেকেই প্রস্তুতি ম্যাচে বোলিং করেছি, উইকেটও পেয়েছি। ফলে আমার আত্মবিশ্বাসটাও বেড়েছে। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে জাতীয় দলে পারফর্ম করতে চাই।”
আফিফ আরো বলেন, “প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেকে ব্যাটিং,বোলিং দুই বিভাগেই ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিলো। যদিও ব্যাটিংটা প্রত্যাশা অনুযায়ী হয় নি। তবে বোলিংটা ভালো হয়েছে। আর এটাই আমাকে আত্মবিশ্বাস জোগাবে।”