আজ ব্যাট করবেন রিয়াদ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্দোর থেকে ইডেন। ফলাফলের সাথে সাথে চোটও বয়ে বেড়াতে হচ্ছে দলকে৷ এই সিরিজের আগেই অনিবার্য কারনবশত দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলো মোসাদ্দেক হোসেন সৈকত। ইন্দোর টেস্টে সাইফ হাসানের চোট থেকে শুরু মাহমুদউল্লাহ রিয়াদে শেষ। মাঝে আঘাত প্রাপ্ত হয়েছেন লিটন দাস, নাইম হাসান এবং মোহাম্মদ মিথুন। দলের হঠাৎ ইঞ্জুরিতে এখন একাদশ সাজাতেই ভাবতে হচ্ছে বাংলাদেশকে।

লিটন দাস এবং নাইম হাসানের কনকাশন বদলি হিসেবে দলে এসেছে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।

গতকাল ২৪১ রানে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে মুশফিক-মাহমুদুল্লাহর পাল্টা আক্রমণে কিছুটা সস্তি আসে দলে। তবে বিপত্তিটা ঘটে ১৮তম ওভারে। উমেশ যাদবের বলে সিঙ্গেল নিতে গিয়ে হামস্ট্রিং ইঞ্জুরিতে পরে মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল আর খেলতে পারেননি তিনি।

তবে আজকে মাঠে নামার সম্ভাবনা আছে বলে জানান দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন,’ রিয়াদকে কাল আবার দেখা হবে। আশা করি সে খেলতে পারবেন। ‘

এ ছাড়াও মিথুনের কনকাশনেরও কোন সম্ভাবনা নেই। তিনিও সুস্থ আছেন বলে জানান রাবিদ ইমাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »