আজ আবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারেরমত টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠ চট্টগ্রামে টেস্ট ক্রিকেটের নতুন দল আফগানদের কাছে ২২৪ রানে হারে সাকিব বাহিনী।

তারপরের দিনেই আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টানা দুই হারের পর আজ আবার আফগানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ আফগানিস্তানের যুবাদের বিপক্ষে লড়ছে  বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কার মোরাতুয়ার টাইরনি ফার্নান্দো স্টেডিয়ামে টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখনও মাঠে গড়ায়নি খেলা।

এদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে বাংলাদেশ।  অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে এসেছে আফগানিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »