নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটারদের ১৩ দফা দাবি নিয়ে ক্রিকেটে দেখা দেয় শঙ্কা। তবে তা বিসিবির সাথে বৈঠক শেষে ক্রিকেটাররা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে। আসন্ন ভারত সফরকে সামনে রেখে টি-টোয়েন্টি স্কোয়াড থাকা সদস্যরা গত শনিবার অনুশীলন ক্যাম্পে ফিরেন।৷ তবে যোগ দেননি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি প্রথমে সাকিব না থাকার কারণ না জানতে পারলে ও পরবর্তীতে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কাছে ছুটি নিয়েছে তা জানতে পারে। প্রধান কোচ জানান, ‘অসুস্থতার কারণে সাকিব আজ ক্যাম্পে আসতে পারে নি’।
ভারত সফরের আগে টাইগাররা দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। গতকাল (রবিবার) প্রথম প্রস্তুতি ম্যাচে দু ভাগে অর্থাৎ লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে প্রথম ম্যাচ খেলতে নামে। তবে উপস্থিত ছিলেন না লাল দলের সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে লাল দল ৫০ রানে হারে, ১৪৪ রানের জবাবে মাএ ৯৩ রানে গুটিয়ে যায় লাল দল। তবে এখন দ্বিতীয় প্রস্ততি ম্যাচে ও থাকছেন না সাকিব।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘সাকিব কোচের কাছ থেকে আজ ও আগামীকালের (২৭ ও ২৮ অক্টোবর) জন্য ছুটি নিয়েছেন। সম্ভবত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিও খেলবেন না।’
উল্লেখ্য, টাইগাররা ৩০ অক্টোবর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে। তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দু ম্যাচ টেস্ট সিরিজ খেলবে, টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি।