ক্রীড়া প্রতিবেদক »
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা তৃতীয় ম্যাচে টস জিতলেন লিটন। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও ইয়াসির আলী।
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আজ বাংলাদেশ।
দেখে নিন দুদলের একাদশ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, হোসেন,মাহমুদউল্লাহ রিয়াদ,মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ভারত একাদশ : শিখর ধাওয়ান, ইষান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার,কেএল রাহুল,অক্সার প্যাটেল,শারদুল ঠাকুর,কুলদীপ যাদব,মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।