আজই ওয়ানডে অভিষেক ক্যাপ মাথায় তুলবেন লাবুসানে!

মারুফ ইসলাম ইফতি »

সবকিছু ঠিক থাকলে আজ ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই অভিষেক ক্যাপ মাথায় উঠছে বর্তমান অজি টেস্ট দলের টপ অর্ডারের অন্যতম ভরসা মার্নাস ল্যাবুশেনের মাথায়।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।

সাদা পোশাকে অভিষেকের পর থেকে ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই অজি ব্যাটসম্যান।সর্বশেষ ৫ টেস্টে ৮৯৬ রান করে নির্বাচকদের জানান দিয়েছেন নিজের সামর্থ্য।টেস্টে দারুণ করতে থাকা এই তরুন ব্যাটসমানের উপর এবার ওয়ানডে ফরম্যাটেও ভরসা করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।সবকিছু ঠিকঠাক থাকলে আজ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়ানডে অভিষেক হওয়ার কথা এই অজি ক্রিকেটারের।

আজকের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়ে গেলেও টেস্টের তিন নাম্বার জায়গাটি ওয়ানডেতে পাচ্ছেন না লাবুসানে।ওয়ানডে ফরম্যাটে অজিদের এই জায়গাটি সামলানোর দায়িত্ব থাকে অভিজ্ঞ স্টিভেন স্মিথের কাঁধে।আর তাই আজ অভিষেক হয়ে গেলে চার নাম্বারে ব্যাট হাতে দেখা যেতে পারে এই অজি ক্রিকেটারকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »