আচরণ ভঙ্গের দায়ে তিরস্কৃত হলেন বিরাট কোহলি

নিউজ ডেস্ক »

গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম দুই ম্যাচ জিতেই টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি গতকাল আচরণ ভঙ্গ করে হয়েছেন তিরস্কৃত। হায়দরাবাদের ম্যাচেই এই ঘটনা ঘটেছে।

 

ইনিংসের শুরুতে ব্যাট করতে আসেন কোহলি। চেন্নাইয়ে ধীর গতির উইকেটে ভালোই শুরু করেছিলেন তিনি। কিন্তু জেসন হোল্ডারের শিকারে পরিণত হন ২৯ বলে ৩৩ রান করে।

 

আউট হওয়ার পরে দেখা গেছে নিজের উপর ক্ষোভ নিয়ন্ত্রণ রাখতে পারেননি কোহলি। ডাগআউটে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন ব্যাট দিয়ে চেয়ারে আঘাত করে। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন কাজ করে কোহলি অবশ্য ছাড় পাননি। বড় শাস্তির মুখোমুখি না হলেও তাকে তিরস্কৃত হতে হলো।আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী কোহলিকে তিরস্কৃত করা হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »