আগামী ছয় মাসের মধ্যে টি-টোয়েন্টি দল হবে ভারসাম্যপূর্ণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৫ সাল থেকে একদিনের ক্রিকেটে দাপুটে হয়ে ওঠে বাংলাদেশ। আস্তে আস্তে এর প্রভাব আসে টেস্ট ক্রিকেটেও। দেশের মাটিতে ক্রিকেটের পুরোনো সংস্করণে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দলকে। এছাড়া শ্রীলঙ্কায় স্বাগতিকদেরকে হারিয়ে বাংলাদেশ নিজেদের শততম টেস্ট স্মরণীয় করে রেখেছে। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো বাংলাদেশ নিজেদেরকে মেলে ধরতে পারে নি। আর সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের জন্য আরো বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানের সাথে সবশেষ চার দেখায় প্রতিবারই অসহায় আত্মসমর্পণ টিম টাইগার্সের। অথচ টি-টোয়েন্টি ক্রিকেটের শুরুর সময় মনে হয়েছিল এই ফরম্যাটে রাজত্ব করবে বাংলাদেশ। কিন্তু প্রেক্ষাপট ঠিক তার উল্টো। এখন দেখা যাচ্ছে এই ফরম্যাটে জয় পেতেই হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে।

ট্রাইনেশন সিরিজের প্রথম দুই ম্যাচের ফলাফলই বলে দেয় বাংলাদেশ আসলে এই ফরম্যাটে ঠিক কতটা দুর্বল। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারতে হারতে জিতলেও পরের ম্যাচে আফগানিস্তানের সাথে ম্যাচের প্রথম ১০ ওভার ছাড়া আর প্রতিরোধই করতে পারে নি।

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের সব চেয়ে বড় আসর। অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশ ঠিক কতটা ভালো করবে সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের। দেশের অগণিত ক্রিকেট প্রেমীদের মনেও একই প্রশ্ন। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক শুনাচ্ছেন আশার কথা। তিনি বলছেন, আগামী ছয় মাসের মধ্যেই একটি শক্তিশালী টি-টোয়েন্টি দল হবে বাংলাদেশ।

গতকাল সাংবাদিকদের সাথে আলাপ কালে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আগামী বছর আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমরা এটা নিয়ে বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সাথে একটি পরিকল্পনা করছি। ইনশাল্লাহ, আগামী ছয় মাসের আমরা মধ্যে একটি শক্তিশালী স্কোয়াড দাঁড় করতে পারব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »