এ কে শাহেদ »
প্রায় ১০ বছর পর পাকিস্তান ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই পুরোদমে দমে ঘরের মাটিতে ক্রিকেট ফেরাতে মরিয়া হয়ে বসে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর ঘরের মাটিতে এখন শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ খেলছে। আগামী জানুয়ারির শেষের দিকে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান সফর নিয়ে। তবে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তান সফর নিয়ে মুখ খুলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ‘পাকিস্তান সফর কোনো ক্রিকেটার না যেতে চাইলে জোর করা হবে না। ক্রিকেটারদের মতামত নিয়ে পাকিস্তান সফর হবে। আগামী চার-পাঁচদিনের মধ্যে জানা হবে পাকিস্তান সফরের চূড়ান্ত সিদ্ধান্ত।’
অন্যদিকে বিসিবির সাথে বৈঠক করেছে তামিম-মুশফিক’রা। তবে পাকিস্তান সফরে যেতে নারাজ জাতীয় দলের ক্রিকেটাররা। নিরাপত্তা ইস্যুতে সকল ক্রিকেটকর দ্বিমত পোষণ করছেন। ইতিমধ্যে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করেছে। তাদের কাছ থেকে সবুজ সংক্ষেতের জন্য বসে আছে বিসিবি। তাছাড়া নিরাপত্তার জন্য সরকারের কাছে আবেদন করেছে বিসিবি।
বুঝাই যাচ্ছে এখনো পাকিস্তান সফর নিশ্চিত নয়। তবে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করতেও নারাজ পাকিস্তান। এ সফরে বাংলাদেশের ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ অর্থাৎ পূর্নাঙ্গ সিরিজ রয়েছে। যার ফলে ক্রিকেটাররা ও চাচ্ছে বেশিদিন পাকিস্তান সফর না করার জন্য। আগে জানা যায় পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় ক্রিকেটাররা।