আগস্টে শ্রীলঙ্কা যাচ্ছে টিম টাইগার্স!

নিউজ ডেস্ক »

টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই হচ্ছে আলোচনা। দিনদিন করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আদৌ সফর হবে কি না সেটা নিয়েও শঙ্কায় ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসে অর্থাৎ জুলাইতে শ্রীলঙ্কা যাওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না বলাই যায়। আর এই অবস্থায় জুলাইয়ে এই সিরিজটির কোন সম্ভাবনাই দেখছেন না বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। দুই বোর্ডের আলোচনার মাধ্যমেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত এনটিভিকে এমনটাই জানিয়েছেন তিনি।

একান্ত এক সাক্ষাৎকারে সুজন বলেন, ‘আপনি যদি এইসব চিন্তা মাথায় রাখেন যে করোনার কারণে আপনার অনুশীলনে ব্যাঘাত ঘটবে তবে ছেলেদের মানসিক চাপ পড়বে। এমন অবস্থাশ টেস্ট সিরিজ খেলাটাও কঠিন হয়ে পড়বে। আমরা কিন্তু চাই না যে শ্রীলঙ্কা গিয়ে হারতে। বর্তমানে আমাদের যেই দলটি আছে তাদের অবশ্যই সামর্থ্য আছে শ্রীলঙ্কাকে টেস্টে হারানোর। এই মুহূর্তে আমি এটা বলবো না যে জুলাই মাসেই সিরিজটা হচ্ছে বা হবে। দুই বোর্ড আলাপ আলোচনা করে তবেই বিষয়টি চূড়ান্ত করবে।’

এদিকে কোভিড-১৯ এর কারণে লম্বা সময় ধরে মাঠের ক্রিকেট বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন বোর্ডগুলো। এদিকে শঙ্কা আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। তবে যদি বিশ্বকাপ এ বছর না হয় তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কায় এশিয়া কাপ বসারও একটি সুযোগ থাকছে।

বাংলাদেশের ক্রিকেটারদের মাঠের ফেরার ব্যাপারটা নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির উপর। পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করলে সিদ্ধান্তের বদল হতে পারে।

এদিকে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করেন, প্রতিটি খেলোয়াড়কে ভালোভাবে ফেরার জন্য মানসিকভাবে তৈরি হতে হবে।

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে কবে মাঠের ক্রিকেট ফিরবে। প্রতিটা খেলোয়াড়কেই মানসিকভাবে এখন থেকে নিজেকে প্রস্তুত করে নেয়া উচিৎ যে আমরা যখনই নামি, যাতে একটু ভালোভাবে ফিরতে পারি। আমি নিশ্চিত ক্রিকেট বোর্ড আমাদেরকে যথেষ্ট সময় দিবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »