https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দল ইতোমধ্যে বিদায় নিয়েছে প্রথম রাউন্ড খেলেই। ৯ ম্যাচ থেকে কেবল ৩টিতে জয় নিয়েই টুর্নামেন্ট শেষ করেছে টাইগাররা। বাংলাদেশ দলের ওপেনিং দুই ব্যাটসম্যান তামিম ইকবাল এবং সৌম্য সরকার পুরো আসর জুড়েই ছিলেন ব্যর্থ। অন্যদিকে স্কোয়াডে থাকা লিটন দাসকে দেখা গিয়েছে মিডল অর্ডারে।
উইন্ডিজের বিপক্ষে ম্যাচে সাকিবের সাথে জুটি বেধে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন জয়। তবে বাকি চার ম্যাচে ম্লান ছিল লিটনের ব্যাট। নিজের ব্যাটিং নিয়ে তাই ক্ষেপ ঝরলো লিটনের কণ্ঠেই।
‘বিশ্বকাপ নিয়ে প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। যেহেতু ব্যাটসম্যান রান করবোই। প্রথম ম্যাচে রান পাবার পর আত্মবিশ্বাস বেড়ে গেল জয়ের জন্য অবদান রাখতে পারব ভেবেছি। কিন্তু সেটা পারিনি। শুরুটা ভালো করলেও শেষ করতে পারিনি। এই দিক থেকে আমি খুশি নই। অন্তত দুইটা ফিফটি পাওয়া উচিত ছিল আমার।’
নিজের ব্যাটিং পজিশন নিয়ে লিটন জানান, ‘টিম ম্যানেজমেন্টই জায়গা দিবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে চেষ্টা করেছি কিন্তু সফল হইনি। এটা নিয়ে ভাবছি না আপাতত।’
ভারতের বিপক্ষে ম্যাচে সাকিবের সাথে মিলে ম্যাচ ফিনিশ করার পরিকল্পনাও ছিল বলে জানান এই ব্যাটসম্যান। ‘এরকম পরিস্থিতিতে আমরা জুটি গড়েছিলাম। ভালো স্টার্ট দিয়েছিলাম আমি। মিডল অর্ডারে ব্যাটুস্ম্যানরা চিন্তা করে ম্যাচ শেষ করার বড় স্কোর গড়ার। হয় সাকিব ভাই নাহয় আমি বড় স্কোর করতে হতো। তবে সব দিন এক রকম হয় না। ইচ্ছা ছিল বড় রান করার।’
দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির অবদান সম্পর্কে জানাতে গিয়ে লিটন জানান, ‘নেইলের সঙ্গে এটা আমার প্রথম ট্যুর না। এর আগেও অনেক কাজ করেছি। ও আসার পর দলের ব্যাটিংয়ে কিছুটা ইমপ্রুভ দেখেছি আমি। মূল বিষয় হচ্ছে পরিকল্পনা এবং থিওরি। খেলোয়ারদের হেল্প করেছে। আপনি চাইলেই তো আর খেলোয়াড়দের ব্যাটিংয়ের সব পরিবর্তন করতে পারবেন না।’