শোয়েব আক্তার »
দক্ষিণ আফ্রিকার পচেফেস্ট্রুমে বর্তমান চ্যাম্পিয়ন ভারত অনুর্ধ্ব-১৯ দল কে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। পুরো টুর্নামেন্টে ক্যাট হাতে মাঠে নামার খুব একটা সুযোগ না পেলেও ফাইনালে হাত ফসকে বেরিয়ে যাওয়া ম্যাচ ও আবারও নিজের হাতের মুঠোয় পুরে নেন জুনিয়র টাইগার অধিনায়ক আকবর আলি। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন পাশাপাশি উইকেটের পেছনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর স্বিকৃতি স্বরূপ নির্বাচিত হয়েছেন আইসিসি’র বিশ্বকাপ একাদশের অধিনায়ক হিসেবে।
গতকাল বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। আকবর আলি ছাড়াও বাংলাদেশের আরও দুই ক্রিকেটার একাদশে রয়েছেন। তাঁরা হলেন টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান ও মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন।
তৃতীয় বারের মতো দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের তেরো তম আসর প্রায় তিন সপ্তাহ ধরে চলেছে। অনেক ম্যাচ ছিল রান বন্যার, কোন ম্যাচে ছিল পেসার দের আগ্রাসন তো কোন ম্যাচে ছড়ি ঘুরিয়েছেন স্পিনার’রা। তাই, বিশ্বকাপ একাদশ নির্বাচন খুব কঠিন কাজ ছিল সংশ্লিষ্টদের জন্য। এই কঠিন কাজটি-ই করেছেন আইসিসির নির্বাচিত পাঁচ ক্রিকেট বিশ্লেষক। টুর্নামেন্টে ধারাভাষ্যে থাকা ইয়ান বিশপ, রোহান গাভাস্কার ও নাটালি জারমানোসের সঙ্গে ক্রিকইনফোর শ্রেষ্ঠ শাহ ও আইসিসির ম্যারি গডবিয়ারকে দেওয়া হয়েছিল এ কঠিন দায়িত্ব।
আইসিসির বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশ তিন ক্রিকেটার ছাড়া ও রার্নাস আপ ভারতের তিন খেলোয়াড় একাদশে জায়গা পেয়েছেন। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও আফগানিস্তানের দুজন, ওয়েস্ট ইন্ডিজের দুজন ও প্লেট ফাইনাল খেলা শ্রীলঙ্কা দল থেকে একজন সুযোগ পেয়েছেন। এছাড়া একাদশে দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন কানাডার আকিল কুমার। টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করলেও পাকিস্তানের কোন খেলোয়াড় একাদশভুক্ত হতে পারেন নি।
বিশ্বকাপ একাদশ:
যশস্বী জয়সোয়াল (ভারত) – ৪০০ রান
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)- ২৪০ রান
রবিন্দু রসন্থ (শ্রীলঙ্কা)- ২৮৬ রান
মাহমুদুল হাসান (বাংলাদেশ)- ১৮৪ রান
শাহাদাত হোসেন (বাংলাদেশ) – ১৩১ রান
নিম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ) – ১৪০ রান ও ৮ উইকেট
আকবর আলী (বাংলাদেশ)- ৬৯ রান, ৬ ডিসমিসাল (উইকেট রক্ষক, অধিনায়ক)
শফিকুল্লাহ ঘাফারি (আফগানিস্তান) – ১৬ উইকেট
রবি বিষ্ণয় (ভারত) – ১৭ উইকেট
কার্তিক ত্যাগি (ভারত) – ১১ উইকেট
জেডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ) – ১০ উইকেট
দ্বাদশ খেলোয়াড়:
আকিল কুমার (কানাডা) – ১৬ উইকেট