আইসিসি ১২ বিশ্বকাপ ফাইনালের নায়ক যারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেটের জনক ইংল্যান্ডের মাটিতে ১৯৭৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরেও আয়োজক ক্রিকেটের তীর্থ ভূমি ইংল্যান্ড। আগের ১১টি আসরের ফাইনালে ১১ জন ভিন্ন ক্রিকেটার ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। রবিবার ১২তম আসরে ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

রবিবার হোম অব ক্রিকেট লন্ডনের দ্য লর্ডসে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪১ রান তুলে নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে সমান সংখ্যক রান করে ম্যাচ টাই করে ইংল্যান্ড। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত ফাইনাল ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেও ১৫-১৫ রান করে ম্যাচ টাই হলেও বাউন্ডারির হিসেবে জয়ী হয় ইংল্যান্ড।

তাহলে চলুন দেখে নেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১২ আসরের ফাইনালের নায়ক’দের;
প্রথম বিশ্বকাপ (১৯৭৫): ওয়ানডে বিশ্বকাপের প্রথম আসর। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ১০২ রানের ইনিংস খেলে সেই আসরের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। আর বিশ্বকাপ ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হয় তার দল।

দ্বিতীয় বিশ্বকাপ (১৯৭৯): দ্বিতীয় বিশ্বকাপেও শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দলকে টানা দ্বিতীয়বার শিরোপা জেতাতে ব্যাট হাতে ম্যাচ জয়ী অপরাজিত ১৩৮ করেছিলেন রান স্যার ভিভ রিচার্ডস।

তৃতীয় বিশ্বকাপ (১৯৮৩): ভারত’কে শিরোপা এনে দিতে সেই আসরের ফাইনালে অলরাউন্ড পারফর্ম করেছিলেন ভারতের মহিন্দর অমরনাথ। বল হাতে ১২ রান খরচায় ৩টি উইকেট এবং ব্যাট হাতে করেছিলেন ২৬ রান।

চতুর্থ বিশ্বকাপ (১৯৮৭): প্রথমবারেরমত অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন বানাতে ৭৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলে ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন ডেভিড বুন।

পঞ্চম বিশ্বকাপ (১৯৯২): সেই বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা এনে দিতে ব্যাট হাতে ৩৩ রান করার পাশাপাশি বল হাতে ৪৯ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ফাইনালে ম্যাচ সেরা ওয়াসিম আকরাম।

ষষ্ঠ বিশ্বকাপ (১৯৯৬): প্রথমবারেরমত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করে শ্রীলঙ্কা। ফাইনালে ব্যাটে-বলে দারুণ অলরাউন্ডার পারফর্ম করেছিলেন লঙ্কান লিজেন্ড অরবিন্দ ডি সিলভা। প্রথমে ব্যাট হাতে অপরাজিত ১০৭ রান এবং পরে বল হাতে ৪২ রানের বিনিময়ে নিয়েছিলেন তিনটি উইকেট।

সপ্তম বিশ্বকাপ (১৯৯৯): দ্বিতীয়বারেরমত চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। দেশকে শিরোপা জেতাতে ফাইনাল ম্যাচে বল হাতে ৩৩ রানে ৪টি ‍উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন।

অষ্টম বিশ্বকাপ (২০০৩): ফাইনালে ১৪০ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে টানা দ্বিতীয়বার এবং মোট তৃতীয়বার শিরোপা জিতাতে সক্ষম হয়েছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

নবম বিশ্বকাপ (২০০৭): টানা তৃতীয়বার আর সবমিলিয়ে চতুর্থবার অজিদের শিরোপা জেতাতে ফাইনালে ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৪৯ রানের বিধ্বংসী ইনিংস।

দশম বিশ্বকাপ (২০১১): ঘরের মাঠে দেশকে দ্বিতীয়বার শিরোপা পাইয়ে দিতে ফাইনালে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন ভারতের দলপতি মাহেন্দ্র সিং ধোনি।

একাদশ বিশ্বকাপ (২০১৫): আরও একবার সবমিলিয়ে পঞ্চমবারেরমত শিরোপা উঠে অস্ট্রেলিয়ার হাতে। এই শিরোপা ঘরে তুলতে ফাইনালে ৩৬ রানে তিনটি উইকেট নিয়ে ফাইনালের ম্যাচ সেরা হয়েছিলেন অজি অলরাউন্ডার জেমস ফকনার।

দ্বাদশ বিশ্বকাপ (২০১৯): প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ক্রিকেটের জনক ইংল্যান্ড। ফাইনালে ম্যাচ উইনিংস পারফরম্যান্স ছিল অলরাউন্ডার বেন স্টোকসের। সুপার ওভারে জয়ী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৮ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৮৪ রান করে অপরাজিত থাকেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »