https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না এবারের আসরে। এবার নয়া বিতর্কের নাম হল পিচ তৈরি।
ক্রিস গেইলের বিতর্কিত আউট দেয়া কিংবা স্ট্যাম্পের বেল নিয়ে বিতর্ক কম হয়নি। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির গ্লাভস বিতর্কও ছিল হট কেক হিসেবেই। এবার পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ আইসিসির বিরুদ্ধে অভিযোগ আনলেন ভারত এবং পাকিস্তানের জন্য ভিন্ন উইকেট বানায় আইসিসি!
আজ (বুধবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী উইকেট দেখে খুশি নন সরফরাজ। কেননা উইকেটে ঘাস থাকার ফলে পিচ থেকে স্পিনাররা পাবে না কোনো সুবিধা। ফলে চার পেসার নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হচ্ছে তাদের।
সরফরাজ আহমেদের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ‘অধিনায়ক বিস্মিত হয়ে গেছেন যে কেন ভারতের ম্যাচেই ব্যাটিং ও স্পিন সহায়ক উইকেট বানানো হয়। উপমহাদেসগের জন্য এসব উইকেট সবসময় সুবিধাজনক হয়। কিন্তু পাকিস্তানকে সবসময় কঠিন চ্যালেঞ্জ নিতে হয় ঘাসের ক্রিজে খেলে।’