আইসিসির সেরা বিশ্বকাপ একাদশে আছেন সাকিব

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

১৪ জুলাই লর্ডসে নিষ্পত্তি হয়েছে বিশ্বকাপের দ্বাদশ আসর। টানটান উত্তেজনার সেই লড়াইয়ে প্রথমে তাই হলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেখানেও একই ফল হয় এই ফাইনালের। তবে আইসিসির নিয়মের বেড়াজালে শেষ পর্যন্ত ট্রফি উঠে ইংল্যান্ডের ঘরে।

বিশ্বকাপের আসর শেষে সেরা একাদশ বাছাই করেছে আইসিসি। যেখানে রয়েছেন বাংলাদেশ থেকে সাকিব আল হাসান। যেখানে রয়েছে ইংল্যান্ডের চারজন ক্রিকেটার। নিউজিল্যান্ডের ৩ জন (দ্বাদশ ক্রিকেটার সহ)। ভারতের এবং অস্ট্রেলিয়ার দুইজন এবং বাংলাদেশের রয়েছে একজন ক্রিকেটার।

১। রোহিত শর্মা (ভারত): এবারের বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি সহ রোহিত শর্মার রান ৬৪৮। ৯ ম্যাচ খেলা এই ওপেনার রয়েছেন আইসিসির সেরা একাদশের ওপেনার হিসেবে।

২। জেসন রয় (ইংল্যান্ড): টুর্নামেন্টের শুরতে দুর্দান্ত খেললেও মাঝপথে ইনজুরিতে পরে খেলতে পারেননি ৩ ম্যাচ। ৮ ম্যাচে এই আসরে রয়ের সংগ্রহ ৪৪৩ রান।

৩। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক): পুরো আসরে একাই দলকে টেনে তুলেছেন ফাইনালে কেন উইলিয়ামসন। ফলে আইসিসির সেরা বিশাওকাপ একাদশে অধিনায়ক করা হয়েছে। এই আসরে ১০ ম্যাচে ৫৭৮ রান করেছেন উইলিয়ামসন।

৪। জো রুট (ইংল্যান্ড): এই আসরে রুটের ব্যাট থেকে আসে ৫৫৬ রান। ফাইনাল জয়ী দলটির এই সদস্য রয়েছেন বিশ্বকাপ একাদশে।

৫। সাকিব আল হাসান (বাংলাদেশ): বাংলাদেশ দল এই টুর্নামেন্টে ৮ নম্বর অবস্থানে থাকলেও ব্যাট এবং বল হাতে উজ্জ্বল ছিলে একমাত্র সাকিব আল হসান। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ১৩ উইকেট।

৬। বেন স্টোকস (ইংল্যান্ড): ইংল্যান্ডের ফাইনাল জয়ে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বেন স্টোকস অলরাউন্ডার হিসেবে রয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে। ব্যাট হাতে ১১ ম্যাচে ৪৬৫রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

৭। অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক): অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান পুরো আসরে ৯ ম্যাচে ৩৭৫ রান করেছেন।

৮। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া): অজি এই পেসার ১০ ম্যাচে ২৭ উইকেট নিয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন। ফলে আইসিসির সেরা বিশ্বকাপ একাদশে জায়গা পেয়েছেন পেসার মিচেল স্টার্ক।

৯। জোফরা আর্চার (ইংল্যান্ড): ফাইনালে ইংল্যান্ডের জয়ে অবদান রাখা এই পেসার রয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন এই ইংলিশ পেসার।

১০। লকি ফার্গুসেন (নিউজিল্যান্ড): নিউজিল্যান্ডের ফাইনালে যাওয়ার পেছনে অবদান রাখা ফার্গুসেন ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ২০টি।

১১। জাসপ্রিত বুমরাহ (ভারত): ৮ ম্যাচে আট উইকেট নেয়া জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ১৮ উইকেট। ফলে সেরা একাদশে জায়গা পেয়েছেন ভারতীয় এই পেসার।

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): আইসিসির সেরা বিশ্বকাপ একাদশে দ্বাদশ ক্রিকেটার হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ১০ ম্যাচে বোল্টের সংগ্রহ ১৭ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »