আইসিসির সাথে সৌরভের বিরোধ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সম্প্রতি ক্রিকইনফোর একটি বিশেষ প্রতিবেদন থেকে জানা গেছে , আইসিসির খরচ পূর্বের তুলনায় অনেকটা বেড়েছে। অতিরিক্ত টুর্নামেন্ট খরচ,বিভিন্ন ক্ষেত্রে খরচ। পাশাপাশি নতুন দুটি দেশ সদস্যভুক্ত করায় খরচ বেড়েছে অনেকটাই। এদিকটাই সদস্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে চলেছে। কারণ অতিরিক্ত খরচ বাড়ার ফলে সদস্যভুক্ত দেশগুলো তুলনামূলকভাবে রাজস্ব কম পাবে এমনটা ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে তথ্যমতে বিসিসিআই অঙ্কের হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

বিসিসিআই এ-র নবাগত সভাপতি সৌরভ গাঙ্গুলীর তথ্য মতে, ৫ বছরের চক্রে আইসিসির রাজস্ব থেকে ৩৭২ মিলিয়ন ডলার পাবে বিসিসিআই। যদিওবা মূল পাওনা ছিল ৪০৫ মিলিয়ন ডলার। এ থেকে বুঝা যায় অঙ্কের মাত্রা অনেকটা কমেছে। ধনী ক্রিকেট বোর্ডের দিক থেকে বিসিসিআই সেরা ৩/৪ এ-র মধ্যে আছে বলে হয়তো তাদের পক্ষে এ-ই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব অনেকটা। কিন্তু যে সকল সদস্য দেশ আইসিসির রাজস্বের দিকে মুখিয়ে আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে তুলনামূলকভাবে।

অঙ্ক কম হওয়ায় হয়তো নানানরকম বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারে তারা। এক্ষেত্রে অনুমান করা যায় খুব দ্রুতই সদস্য দেশগুলোর সাথে আইসিসির দ্বন্দ্ব হতে যাচ্ছে। বিসিসিআই সভাপতি সৌরভ তো জানিয়ে দিলেন যে, তিনি এ ব্যাপারে আইসিসির সাথে বসতে চান। কেননা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিসিসিআই। প্রায় ৩৩লক্ষ টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা। তাই তিনি আইসিসির বিরুদ্ধে অবস্থান নিবেন এমনটা জানিয়েছেন। খুব শীঘ্রই হয়তো সৌরভ আইসিসির বিরুদ্ধে লড়াই করবেন। পাশাপাশি নতুন যোগ হওয়া টুর্নামেন্টের ও বিপরীতে তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »