আইসিসির সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরের জুলাই মাসে ক্রিকেট বোর্ডের উপর সরকারী হস্তক্ষেপ থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ( আইসিসি) থেকে নিজেদের সদস্যপদ হারায় জিম্বাবুয়ে। তবে আড়াই মাসের ব্যবধানে আবারও আইসিসির সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

আইসিসির সদস্যপদ হারানোর পর ছন্নছাড়া হয়ে পড়ে জিম্বাবুয়ের ক্রিকেট। আইসিসির কোন ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ ছিলো না তাদের । তবে গত মাসে বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ খেলে গেছে দলটি। ক্রিকেট বোর্ডের উপর সরকারী হস্তক্ষেপেই হারাতে হয়েছিলো আইসিসির সদস্যপদ । বিষয়টি পূনঃর্বিবেচনার জন্য ক্রিকেটাররা অনুরোধ জানালে আশার বাণী শুনিয়েছিলেন আইসিসির সভাপতি শংকর মনোহর। তিনি বলেছিলেন, ‘অক্টোবরে আগামী সভায় বিষয়টি নিয়ে আমরা আবারও ভেবে দেখবো।’

নিজেদের ক্রিকেট বোর্ডের যৌক্তিক অবস্থান উল্লেখ করে আইসিসির কাছে চিঠি দেয় দেশটি। সোমবার আইসিসির সভায় আইসিসির সভাপতি, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রীর উপস্থিতিতে সদস্যপদ পুনঃরায় ফিরিয়ে দেয়া হয়। আইসিসির বোর্ড সভায় শংকর মনোহর বলেন, ‘প্রথমেই জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি নিজেদের ভুল শোধরে নিয়ে আমাদের চিঠি দেয়ার জন্য। তারা আমাদের কাছে যুক্তিসঙ্গত দাবি জানিয়েছে বিধায় আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিলাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »