সাজিদা জেসমিন »
পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি র্যাঙ্কিং করা হয়। সেখানে দলীয় এবং খেলোয়াড় ক্যাটাগরি ভাগ করা থাকে। পারফরম্যান্স বিচার করেই করা হয়। যদিও বা এ-ই দলীয় র্যাঙ্কিং নিয়েই থেকে যায় বিতর্ক। আর এবার এই বিতর্ক নিয়ে চটেছেন সাবেক ইংরেজ অধিনায়ক মাইকেল ভন ও। আইসিসির র্যাঙ্কিংকে তিনি আবর্জনা বলে মন্তব্য করেন।
আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিং এ ভনের দল ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। আর এতেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। র্যাঙ্কিং এ দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন আরো বেশি। ভনের মতে অস্ট্রেলিয়া দুর্দান্ত সময় পার করেছে। সে তুলনায় নিউজিল্যান্ড কয়টাই বা ম্যাচ জিতেছে।
ভন বলেন – ‘গত দু’বছরে নিউজিল্যান্ড ক’টাই বা সিরিজ জিতেছে আমি জানিনা, অথচ তারা দ্বিতীয় অবস্থানে। নিজেদের কন্ডিশনে ইংল্যান্ড আয়ারল্যান্ডকে হারালো, অ্যাশেজ ও ড্র করলো। অথচ নিউজিল্যান্ড দ্বিতীয়। যদিও বা তাদের চাইতে অস্ট্রেলিয়া অনেক ভালো দল। আমার এটা ঠিক মনে হচ্ছে নাহ। আইসিসি র্যাঙ্কিং নিয়ে আমি সত্যি কথাই বলবো। আমার মতে এটা পুরোপুরি আবর্জনা। ‘