আইসিসির বার্ষিক র‍্যাংকিং হালনাগাদ, দেখে নিন বাংলাদেশের অবস্থান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আইসিসি আজ (২ এপ্রিল) তাদের র‍্যাংকিংয়ে হালনাগাদ করেছে। টেস্ট এবং ওয়ানডে র‍্যাংকিংয়ের হালনাগাদ করলেও বাকি এখনও টি-২০ র‍্যাংকিং।

টেস্টে নিজেদের সেরা অবস্থান ধরে রেখেছে ভারত। একই অবস্থানে ওয়ানডেতে রয়েছে ইংল্যান্ড। গত তিন মৌসুমের ম্যাচের উপর হিসেব করে এই র‍্যাংকিং হালনাগাদ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ দলের ওয়ানডে এবং টেস্ট কোনোটাইতেই উন্নতি কিংবা অবনতি না হলেও রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা।

এক নজরে দেখে নেয়া যাক আইসিসির প্রকাশিত সর্বশেষ টেস্ট এবং ওয়ানডে র‍্যাংকিং।

টেস্ট র‍্যাংকিং-

১. ভারত- ১১৩, ৩ পয়েন্ট কমেছে
২. নিউজিল্যান্ড- ১১১, ৩ পয়েন্ট বেড়েছে
৩. দক্ষিণ আফ্রিকা- ১০৮, ৩ পয়েন্ট বেড়েছে
৪. ইংল্যান্ড- ১০৫, ১ পয়েন্ট বেড়েছে
৫. অস্ট্রেলিয়া- ৯৮, ৬ পয়েন্ট কমেছে

৬. শ্রীলঙ্কা- ৯৪, ১ পয়েন্ট বেড়েছে
৭. পাকিস্তান- ৮৪, ৪ পয়েন্ট কমেছে
৮. উইন্ডিজ- ৮২, ৫ পয়েন্ট বেড়েছে
৯. বাংলাদেশ- ৬৫, ৩ পয়েন্ট কমেছে
১০. জিম্বাবুয়ে- ১৬, ৩ পয়েন্ট বেড়েছে

আইসিসি ওয়ানডে দলের র‍্যাংকিং (২ মে বাৎসরিক হালনাগাদের পর):

১. ইংল্যান্ড- ১২৩, ১ পয়েন্ট কমেছে
২. ভারত- ১২১, ১ পয়েন্ট বেড়েছে
৩. দক্ষিণ আফ্রিকা- ১১৫, ৩ পয়েন্ট বেড়েছে
৪. নিউজিল্যান্ড- ১১৩, ১ পয়েন্ট বেড়েছে
৫. অস্ট্রেলিয়া- ১০৯, ১ পয়েন্ট বেড়েছে

৬. পাকিস্তান- ৯৬, ১ পয়েন্ট কমেছে
৭. বাংলাদেশ- ৮৬, ৪ পয়েন্ট কমেছে
৮. উইন্ডিজ- ৮০, ৪ পয়েন্ট বেড়েছে
৯. শ্রীলঙ্কা- ৭৬ কোনো পরিবর্তন নেই
১০. আফগানিস্তান- ৬৪ এক পয়েন্ট কমেছে

১১. জিম্বাবুয়ে- ৫৪, ১ পয়েন্ট বেড়েছে
১২. আয়ারল্যান্ড- ৪৬, ৩ পয়েন্ট বেড়েছে
১৩. স্কটল্যান্ড- ৪০, ৭ পয়েন্ট বেড়েছে

১৪. নেপাল- ১৯, ৪ পয়েন্ট বেড়েছে
১৫. সংযুক্ত আরব আমিরাত- ১০, ৩ পয়েন্ট কমেছে
১৬. পাপুয়া নিউ গিনি- ৬

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »