আইসিসির দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে অনেক আন্তর্জাতিক সিরিজ বাতিল হয়ে গেছে ইতিমধ্যে। শঙ্কায় এখন সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ। এসিসি ও আইসিসির বিভিন্ন বোর্ড মিটিং করলেও এখনো কোনো সমাধান দিতে পারেনি। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন যথাসময়ে হবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সম্প্রতি দেশের এক অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সামনের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো কেউ নিশ্চিত নয়। তবে আমি আশাবাদী এই টুর্নামেন্ট গুলো হবে। আমি আইসিসির সবুজ সংকেতের অপেক্ষায় আছি।’

মাহমুদুল্লাহ ব্যক্তিগতভাবে মনে করেন টুর্নামেন্ট গুলি হওয়া উচিত আর সবারই খেলা দরকার। সব খেলোয়াড় এসব টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকে বলে জানিয়ে রিয়াদ বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি এসব টুর্নামেন্ট সবাই খেলতে চায়। আমি আশা করব এসব টুর্নামেন্ট ঠিক সময়ে হবে। যদি সঠিক সময়ে হতে না পারে তবে পরবর্তী সময়ে আয়োজন করলে হয়। তবে অবশ্যই আমরা এই টুর্নামেন্ট গুলি খেলতে চাই।’

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়াতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে যদি হয় তাহলে সব দেশের খেলোয়াড়দের সে দেশের নিয়ম মেনে কোয়ারান্টিনে থাকতে হবে। এতেও আপত্তি নেই মাহমুদুল্লাহ রিয়াদের। তিনি এই ব্যাপারে বলেন, ‘এ মহামারীতে আসলে এর থেকে আর ভালো কোন উপায় নেই। নিয়ম মেনে যদি কোয়ারান্টাইনে থাকতে হয় তাহলে এটা আমাদের থাকতে হবে যাতে করে সবাই ভালো থাকে।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »