ডেস্ক রিপোর্ট »
গত ২৮ অক্টোবর সাকিবের উপরে থাকা সব ধরণের ক্রিকেটের নিষেধাজ্ঞা উঠে যায়। এর ফলে তিনি আইসিসির সবকিছুর অন্তর্ভুক্ত হচ্ছেন আবারও। সব শেষ ওয়ানডে ও টি-২০ র্যাংকিংয়ে সাকিব ফিরলেও টেষ্টে হালনাগাদ না হাওয়ার ফলে এতদিন তিনি টেষ্ট র্যাংকিংয়ে ছিলেন না।
অবশেষে এই অপেক্ষার অবসান ঘটেছে৷ সাকিব আইসিসির টেষ্ট র্যাংকিংয়েও ফিরেছেন৷ তিনি টেষ্টের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই রেটিং ফিরে পেয়েছেন৷
সাকিবের মূল র্যাংকিং অলরাউন্ডার ক্যাটাগরিতে টেষ্টে তিনি ৪র্থ হয়ে ফিরেছেন। ওয়ানডেতে ১ম ও টি-২০তে ২য় হয়েই ফিরেছিলেন। অলরাউন্ডের র্যাংকিংয়ে শীর্ষ স্থানে আছেন বেন স্টোকস। এরপর আছেন জেসন হোল্ডার ও রবিন্দ্র জাদেজা।
নিষিদ্ধ হওয়ার আগে সাকিবের রেটিং ছিলো ৩৯৭। নিষেধাজ্ঞা শেষে সেটা কমে এখন ৩৬৬ হয়েছে। ব্যাটিংয়ে সাকিবের অবস্থান ৩৭ তম।
নিউজক্রিকেট/আরআর