আইসিসির উপর বিরক্ত বিসিসিআই

নিউজ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির উপর বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো কোনো চুড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিতে পারায় এই ক্ষোভ। কারণ এই বিশ্বকাপের উপর ভাগ্যে ঝুলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের।

বিশ্বকাপ স্থগিত কিংবা পেছালে সেসময়ে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। বিসিসিআইয়ের ট্রেজারার অরুন ধুমাল মনে করেন আইপিএল কিংবা অন্য সব বিষয় নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্ত নেয়ার সঠিক সময় এটাই।

তিনি বলেন, ‘বছরটা খুব খারাপ ভাবে শুরু হয়েছে। এই অবস্থা কখন পরিবর্তন হবে কেউ জানেনা। ক্রিকেটের কিছুই পরিবর্তন হয়নি। বিসিসিআইয়ের এখনই সঠিক সময় সামনের দিনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার। বিদেশী অনেক ফুটবল লীগ চালু হয়ে গেছে। এমনকি অস্ট্রেলিয়ার ঘরোয়া রাগবি লিগও শুরু হয়ে গেছে। তো এখন এখানে আমরা কি দেখছি? বিশ্বকাপ বা অলিম্পিকের মতো বড় আসর যেখানে পিছিয়ে যাচ্ছে, ঘরোয়া লিগ সেখানে শুরু হয়ে গেছে।’

‘লীগগুলো সব অর্থনীতি দিক দিয়ে প্রভাবিত। সঠিক সময়ে এসব আয়োজন করা উচিত। ওইসব সিদ্ধান্ত( আইসিসির বিশ্বকাপ আয়োজনের) আমাদের হাতে নেই। স্থগিত হওয়ার সিদ্ধান্ত তখনি আসার কথা, যখনি তা আসার কথা।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »