https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। লর্ডসের উইকেট যে সেদিন বোয়ারদের পক্ষে কথা বলেছে সেটা টের পেয়েছেন প্রতিটি ব্যাটসম্যানই। ফলে লো স্কোরিং এই ম্যাচে দ্বিতীয় ইনিংসেও সমান রান করে ইংল্যান্ড। ফলাফল যা হবার তাই ম্যাচটি হয় টাই।
নিয়ম অনুযায়ী যথারীতি খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেও তাই হলে বেশি বাউন্ডারির হিসেবে টুর্নামেন্টের বিজয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। আর এই ‘বাউন্ডারি হিসেব’ নিয়েই আপত্তি সাবেক অজি পেসার ব্রেট লির।
আইসিসির কঠর সমালোচনা করার পাশাপাশি এই পদ্ধতি বদল করার তাগিদও দিয়েছেন সাবেক এই পেসার। ব্রেট লি তার টুইটারে একটি পোস্টে লেখেন, ‘অভিনন্দন ইংল্যান্ড। দুর্ভাগ্য নিউজিল্যান্ডের জন্য। তাদের জন্য সমবেদনা রইল। বিজয়ীদের বেছে নিতে এটি একটি অত্যন্ত বাজে পদ্ধতি (বাউন্ডারি হিসেব)। এই নিয়ম পাল্টাতেই হবে। এটা না বলে আমি থাকতে পারছি না।’