আইরিশদের হারিয়ে আফগানদের সিরিজ জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শারজায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১১৭ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান। দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে পরিত্যাক্ত হয়।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রহমানউল্লঅহ গুরবাজ ও হাসমতউল্লাহ শাহীদির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান করে আফগানিস্তান। গুরবাজ ৫১ ও শাহীদি ৬৯ রান করেন। এছাড়া মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে ৪৮ রান। আইরিশ বোলার মার্ক অ্যাডায়ার ৩ উইকেটে নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যান্ডি বালবিরনের উইকেট হারায় আয়ারল্যান্ড। পর স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফার দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন। স্টার্লিং ৫০ রান করে আউট হন। এরপর মোহাম্মদ নবী ও নানগেইয়ালিয়া খারোটের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আইরিশরা। ৩৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। নবী ৫টি ও নানগেইয়ালিয়া ৪টি উইকেট নেন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »