আইপিএল শুরুর আগে পাঁচ বার করোনা পরীক্ষা দিতে হবে!

নিউজ ডেস্ক »

সব কিছু ঠিকঠাক থাকলে করোনা মাঝেই আগামী ১৯ সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। প্রায় দেড় মাসের এই টুর্নামেন্টে কিছুদিন পর পর করোনা টেষ্ট বাধ্যতামূলক করেছে আইপিএল গভার্নিং কাউন্সিল।

আগামী ২০ অক্টোবরে মধ্যে আরব আমিরাত পৌছাঁবে দল গুলো। ১৪ দিন কোয়ারান্টাইনে থেকে অনুশীলনে নামবে তারা। তবে এর আগে ভারতীয় সকল ক্রিকেটার ও কোচিং স্টাফদের ৫ বার করোনা পরীক্ষা করাতে হবে। এবং তাদের ফলাফল নেগেটিভ আসতে হবে। সাথে টুর্নামেন্ট চলাকালীন প্রতি ৫ দিন পর পর করোনা টেষ্ট দিতে হবে সংশ্লিষ্ট সবাইকে।

কেউ যদি স্বাস্থ্যবিধি ভাঙে তার জন্য শাস্তিও থাকবে। এক বৈঠকে এমন সিদ্ধান্ত এসেছে।

এই ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিয়াইকে বলেন, ‘আরব আমিরাতে পা রাখার পর, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের অন্তত তিনটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাগুলোর প্রত্যেকটিতে তাঁদের ফলাফল নেগেটিভ আসতে হবে। এরপর তাঁরা জৈবিক সুরক্ষা বলয়ে ঢুকতে পারবে এবং অনুশীলন করতে পারবে।’

খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘হয়তো বা দলগুলোর ফিডব্যাকের ভিত্তিতে প্রটোকলে ছোট কোনো পরিবর্তন আনা যাবে। কিন্তু খেলোয়াড় এবং কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষার বিসয়ে কোনো ছাড় দেয়া হবে না।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »