আইপিএল মাঠে গড়াবে কিনা জানেন না কেউ!

নিউজ ডেস্ক »

গত ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে ১৫ এপ্রিল করা হয়। কিন্তু ভারত সরকার লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত নিয়ে আসে। যার ফলে এখন শঙ্কায় আইপিএল।

শুরুতে ২১ দিনের লকডাউন ছিলো ভারতে। কিন্তু ভারত সরকার লকডাউন ৩ মে পর্যন্ত করে দেয়। তাই আইপিএল পেছাবে এটাই নিশ্চিত। বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দিতে পারে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এইবারের আইপিএল মাঠে গড়ানোর সম্ভবনা নেই বললেই চলে। অন্তত স্বয়ং বিসিসিআই বসের ভাষ্য তো এটাই বলে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি কিছুদিন আগে বলেন, ‘করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি তো সবারই জানা। আমরা লক্ষ্য রাখছি শতভাগ। এই মুহুর্তে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। মানুষ গৃহবন্দি, সব বিমান বন্ধ, অফিস বন্ধ। এমন পরিস্থিতি হয়ত আগাী মাস মাঝ অব্দি থাকতে পারে। এমন সময় ক্রিকেটরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রশ্ন ই আসেনা। শুধু আইপিএল না। এই অবস্থায় কোনো স্পোর্টস ইভেন্ট আয়োজন করা সম্ভব না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »