আইপিএল নিলামে রেকর্ড দামে বিক্রি স্টার্ক-কামিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের নিলামে রেকর্ড গড়েছেন অস্ট্রলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে কিনে নেয় কলকাতা নাইট রাউডর্স। প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে মঙ্গলবারের নিলামে ঝড় ওঠে দুই পেসার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে নিয়ে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়ে সবচেয়ে বেশি দামি ক্রিকেটারের রেকর্ড গড়েন কামিন্স। এরপরই এই রেকর্ড ভেঙ্গে দেন তার স্বদেশি মিচেল স্টার্ক। কলকাতা স্টার্ককে দলে ভেড়ায়। আইপিএল নিলামে কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড এটি। আট বছর পর আইপিএলে ফিরতে যাচ্ছেন স্টার্ক।

এর আগে ২০২৩ সালেই সাড়ে ১৮ কোটি রুপিতে ইংলিশ ক্রিকেটার স্যাম কারানকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে এতদিন পর্যন্ত কারানই ছিলেন সর্বোচ্চ দামে কেনা ক্রিকেটার। ২০২৪ সালের আসরের জন্য মোট ৩৩৩ জন ক্রিকেটারের নাম জমা পড়ে এবারের নিলামের জন্য। তবে মোট ক্রিকেটার কেনা যাবে ৭৭ জনকে। এর মধ্যে বিদেশী ক্রিকেটার কেনা যাবে ৩০ জন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »