আইপিএল খেলার ইচ্ছে থাকলেও লক্ষ্য নেই তাসকিনের

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে নিয়মিত তিন ফরম্যাটে খেলতে চান তাসকিন আহমেদ । আইপিএল কিংবা বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগগুলো খেলার ইচ্ছে আছে তাসকিনের কিন্তু এসবের কোনো লক্ষ্য নেই । তিনি জাতীয় দলের হয়ে তিন ফরমেটে নিয়মিত হতে চান।

সম্প্রতি দেশের এক অনলাইন ভিত্তিক ক্রিকেট পোর্টালের লাইভে আসেন তাসকিন। লাইভে তাসকিন এই কথা বলেন। তার কাছ থেকে একসময় জিজ্ঞেস করা হয় আইপিএল কিংবা বলেন বিগ ব্যাশে খেলার কোন লক্ষ্য আছে কিনা। উত্তরে তাসকিন বলেন, ‘এরকম কোন লক্ষ্য নেই। কিন্তু ইচ্ছে আছে। আমার মূল লক্ষ্য শুধু জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলা।’

‘আমার প্রধান লক্ষ্য জাতীয় দলের হয়ে সব সংস্করণে আরও ৮-১০ বছর খেলা। ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো খেলার শখ আছে। সুযোগ হলে খেলতে পারি। যদি কখনো এরকম সুযোগ হয় তাহলে অবশ্যই খেলব।’

বেশ কয়েকদিন ধরে জাতীয় দলের বাইরে আছে তাসকিন আহমেদ। জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৭ সালে। ইনজুরি ও ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে অনেকবার বাদ পড়েছেন। করোনার পরে আবার ভালোভাবে ফিরতে চান তিনি।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »