আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কোলকাতা নাইট রাইডার্স ৩য়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএল ২০২৪। কোলকাতা চ্যাম্পিয়ন হলেও এই দলটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার কিংবা সর্বোচ্চ উইকেট শিকারী ৫ বোলারদের মধ্যে কেউ নেই অর্থাৎ একক ভাবে কেউ অনেক বেশি ভালো ক্রিকেট না খেললেও দলগত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে কোলকাতা।

সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে এক নাম্বারে আছেন ভিরাট কোলি। আরসিবির এই তারকা ব্যাটার ১৫ ম্যাচে ১ সেঞ্চুরী ও ৫ ফিফটিতে ৭৪১ রান করেছেন। কোলির ধারে কাছেও নেই অন্য কোন ব্যাটার।

চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ ১৪ ম্যাচে ১ সেঞ্চুরী ও ৪ ফিফটিতে ২য় সর্বোচ্চ ৫৮৩ রান করেছেন। রাজস্থানের তারকা ব্যাটার রিয়ান পরাগ ১৬ ম্যাচে ৪ ফিফটিতে ৫৭৩ রান করেছেন।

হায়দ্রাবাদের তারকা ওপেনার ব্যাটার ট্রেভিস হেড ১৫ ম্যাচে ১ সেঞ্চুরী ও ৪ ফিফটিতে ৫৬৭ রান করেছেন। ২য় কোয়ালিফায়ার ও ফাইনালে শুণ্যে ফেরেন তিনি।

রাজস্থানের অধিনায়ক ও তারকা ব্যাটার সাঞ্জু স্যামসন ১৬ ম্যাচে ৫ ফিফটিতে ৫৩১ রান করেছেন।

এছাড়াও সাই সুদর্শন ৫২৭, লোকেশ রাহুল ৫২০, নিকোলাস পুরান ৪৯৯, সুনিল নারিন ৪৮৮ ও অভিষেক শর্মা ৪৮৪ রান করেন।

কোলি ৭৪১ রান করার বিপরীতে আর কোন ব্যাটারই ৬০০ রান করতে পারেননি। ৫০০ বা তারও বেশি রান করেছেন ৬ ব্যাটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »