আইপিএলে সর্বোচ্চ ডাকের মালিক এখন রোহিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটি এতদিন যৌথভাবে দখল করে রেখেছিলেন কয়েকজন ক্রিকেটার। এবার সবাইকে টপকে সেই রেকর্ড নিজের করে নিলেন রোহিত শর্মা। গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ডাক মারার পর এখন আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ডাকের মালিক হয়ে গিয়েছেন রোহিত।

গতকাল মুকেশ চৌধুরীর করা ইনিংসের দ্বিতীয় বলে মিচেল স্যান্টনারের হাতে সহজ ক্যাচ তুলে দেন এই ওপেনার। আর তাতে রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। আইপিএলের এবারের আসর শুরুর আগেই মোট ১৩ বার ডাক মেরেছিলেন রোহিত। তার সঙ্গে এবারের আসরের একটি যোগ হয়েছে, সবমিলিয়ে ১৪ বার ডাকের মালিক এখন রোহিত। আর তাতেই আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ডাকের রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন মুম্বাইয়ের এই অধিনায়ক।

রোহিতের পর সমান ১৩ বার করে ডাক খাওয়ার রেকর্ডের এই তালিকায় আছেন অজিঙ্কা রাহানে, পার্থিব প্যাটেল, আম্বাতি রাইডু, মানদ্বীপ সিং, হরভজন সিং এবং পিয়ুশ চাওলার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »