আইপিএলে ভালো করলেই ধোনিকে নিয়ে ভাববেন শাস্ত্রী

কে এম আবু হুরায়রা »

ক্রিকেট মাঠে উইকেটের পেছনে মাহেন্দ্র সিং ধোনিকে দেখা যাচ্ছেনা প্রায় ৬ মাস। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৫ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সাদা বলেও খেলছেননা বেশ কিছু দিন৷ তবে আসন্ন টি২০ বিশ্বকাপ দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে পারেন এমএস ধোনি।

তবে ভারতীয় দলের প্রতিযোগিতার মাঝে মাঠে ফিরতে হলে বেশ কঠিন পরিক্ষাই দিতে হবে তাকে৷ ধোনির ফেরা সম্পর্কে ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেন, ‘ ধোনি অবশ্যই আইপিএল খেলবে৷ আমি এটুকু জানি ধোনি স্কোয়াডে ঢোকার জন্য কখনই জোর করবেনা। তবে সে যদি আইপিএলে ভালো খেলতে পারে তাহলে তার সম্পর্কে বিবেচনা করা যাবে। ‘

ধোনির অবসর গুঞ্জন শোনা যাচ্ছে বেশ আগে থেকেই। টেস্ট ক্রিকেট বেশ আগে ছাড়লেও সাদা বলের ক্রিকেট এখনও চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের নাম সরিয়ে নেওয়ায় অবসরের গুঞ্জন যেন আরও জোরালো ভাবেই শুরু হয়েছে৷ এ ব্যাপারটি নজর এড়ায়নি কোচ রবি শাস্ত্রীরও৷ ধোনির সাথে একান্তে কথা বলেছেন তিনিও। ধোনির অবসর প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন,’ আমি ধোনির সাথে কথা বলেছি। সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ওডিআই থেকেও শিঘ্রই নিবে। টি২০ থেকেও অবসর নেবে হয়তো। ‘

ধোনির অবসর বা ফেরার প্রসঙ্গে ধোনি বরাবরই নিশ্চুপ। অবসরের ব্যাপারে কখনই সাংবাদিকদের সাথে কিছু বলেননি। এড়িয়ে গিয়েছেন বিভিন্ন কৌশলে৷ তবে ফিরতে হলে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে বেশ পরিক্ষা দিয়েই ফিরতে হবে এটুকু নিশ্চিত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »