আইপিএলের সূচি নিয়ে অসন্তুষ্ট প্রকাশ ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল (৭ মার্চ) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের তারিখ, সময় এবং ভেন্যু চূড়ান্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী মাসের ৯ এপ্রিল থেকে পর্দা উঠবে এবারের আসরের। চলতি আসরের খেলা ভারতের ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

অন্যবার আইপিএলের ৮ টি দল ঘরের মাঠে খেলার সুবিধা পায় যেটা চলতি আসরে পাচ্ছে না।
করোনা সতর্কতা ও ভ্রমণ জটিলতার কারণে প্রত্যেকটা দলই খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এই ভেন্যু ছাড়াও বাকি খেলাগুলো হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লী, মুম্বাই এবং কলকাতায়। গ্রুপ পর্বের ৫৬ ম্যাচের ম্যাচের মধ্যে ১০ করে খেলা হবে চেন্নাই, মুম্বাই, কলকাতা এবং বেঙ্গালুরুতে। দিল্লী এবং আহমেদাবাদে হবে ৮টি করে ম্যাচ।

তাছাড়া ৬ ভেন্যুর একটি দলও নিজেদের মাঠে খেলবে না দলগুলো খেলবে অন্য ভেন্যুতে। আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা।

ক্রিকবাজকে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সেই কর্মকর্তা বলেন,”দিল্লির পৃথ্বী শ্ব, আজিঙ্কা রাহানে এবং অধিনায়ক শ্রেয়াস আয়ারের মতো ক্রিকেটার রয়েছে যারা প্রত্যেকেই দিল্লি থেকে এসেছে এবং দিল্লির ক্যাপিটালসের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হেব মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তারা পাঞ্জাব কিংসের মতো সুবিধা পাবে। পাঞ্জাবেরও লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল এবং কোচ অনিল কুম্বলে রয়েছে। যারা বেঙ্গালুরু থেকে এসেছে তাদের পাঁচটি ম্যাচই সেখানে।”

সেই কর্মকর্তা আরো বলেন,”মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল তাকে কিভাবে আপনি চেন্নাইয়ে খেলা থেকে বঞ্চিত করবেন? যদি মাঠে দর্শকই না থাকে তাহলে চেন্নাই সুপার কিংসকে চেন্নাইয়ে আর মুম্বাই ইন্ডিয়ান্সকে মুম্বাইয়ে খেলতে দিতে কি এমন বাঁধা হয়ে দাড়াচ্ছে? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘরের মাঠের আমেজের সুবিধা পাবার অধিকার কি তাদের নেই? এই পরিকল্পনা পাল্টা-সাংঘর্ষিক হতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »