আইপিএলের মাঠে ফিরছে দর্শক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা ভাইরাস প্রকোপের কারণে দর্শকশূন্য গ্যালারিতেই মাঠে গড়িয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। তবে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশে মাঠে দেখা যেতে পারে দর্শক। আগামী সেপ্টেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে দ্বিতীয় অংশ আইপিএলের। এ জন্য মাঠে দর্শক ফেরাতে কাজ শুরু করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করছে ইসিবি। প্রয়োজন হলে মাঠে দর্শকের প্রয়োজনীয়তা সম্পর্কে আইসিসির সঙ্গেও আলোচনায় বসতে চায় তাঁরা। সম্প্রতি এসব তথ্য জানান ইসিবির সাধারণ সম্পাদক মুবাশির উসমানি।

এ প্রসঙ্গে তিনি বলেন,”মাঠে দর্শক ফেরাতে কি কি প্রটোকল অনুসরণ করতে হবে, সেগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করবে ইসিবি। আমরা বিসিসিআই ও আইসিসির সঙ্গে দর্শকদের প্রয়োজনীয়তা কতটুকু সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা চাই আমিরাতের ভক্তরা গ্যালারিতে বসে ক্রিকেট ম্যাচ উপভোগ করুক।’”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »