অ্যা‌বের সহ-সভাপ‌তি হ‌লেন সা‌কিব আল হাসান

শোয়েব আক্তার »

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বি‌কেএস‌পি’র প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বিকেএসপি বা অ্যাব এর নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি’র দ্বা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে বি‌শ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সা‌কিব আল হাসান কে। বি‌কেএস‌পি’র অ্যালামনাই অ্যা‌সো‌সি‌য়েশ‌নের নতুন কমিটির ব্যবস্থাপনায় আগামী ১০ মাস দায়িত্ব পালন করবেন তি‌নি।

দে‌শের ক্রি‌কে‌টের সব‌চে‌য়ে বড় তারকা সা‌কিব আল হাসান ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে-ই নি‌জে‌কে প্রমাণ ক‌রে চলেছেন। ম্যাচ পাতা‌নোর জন্য জুয়া‌ড়ির প্রস্তাব প্রত্যাখ্যান কর‌লেও আকসু বা আইসি‌সি কে না জানা‌নোয় এক বছ‌রের জন্য সব ধর‌ণের ক্রি‌কেট থে‌কে নির্বাসিত সা‌কিব। নি‌ষেধাজ্ঞার ম‌ধ্যেই সাকিবকে বিকেএসপির অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের সহ-সভাপ‌তির দ্বায়িত্ব দেওয়া হ‌লো।

নতুন ক‌মি‌টি‌তে সভাপতি মনোনীত হয়েছেন সাবেক হকি তারকা মামুন-উর রশিদ। এছাড়া সাধারণ সম্পাদক হি‌সেবে দ্বা‌য়িত্ব পালন কর‌বেন আন্তর্জাতিক হকি খেলোয়াড় ও বর্তমানে শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা টুটুল কুমার নাগ।

সাকিব আল হাসান ছাড়াও সহ-সভাপতি পদে আরও আছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আলমগীর আলম, সাবেক ফুটবলার আবু রাফা মো: আরিফ, সাবেক ক্রিকেটার ও বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম, সাবেক ফুটবলার এম এ তালেব হোসেন, সাবেক হকি খেলোয়াড় তারেক আদেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অঙ্গ সংগঠনের ম‌তো কাজ করছে বিকেএসপি। বিকেএসপি থেকেই ক্রিকেটার আসে, আবার কোন টে‌লেন্ট হা‌ন্টের মাধ্য‌মে বের হওয়া ক্রি‌কেটার‌দের এখা‌নেই ভর্তি করা হয়। দে‌শের ক্রি‌কে‌টের উন্নয়‌নে একমাত্র ক্রিড়া শিক্ষা প্র‌তিষ্ঠান বি‌কেএস‌পির অবদান অন‌স্বীকার্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »