https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অ্যাশেজের চতুর্থ ম্যাচে ম্যানচেস্টারে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বাধায় অর্ধেক দিনের খেলা পণ্ড হলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন স্টিভেন স্মিথ ও লাবুশানে।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নামে অজিরা। দলীয় ১ রানে ওপেনার ডেভিড ওয়ার্নার ফিরে গেলে খানিক ব্যবধানে ব্যক্তিগত ১৩ রানে ফিরে যান মার্কাস স্টয়নিস। শুরুর বিপর্যয় সামাল দিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন স্টিভেন স্মিথ ও লাবুশানে। দুজন মিলে গড়েন ১২৮ রানের জুটি। দ্বিতীয় সেশনে এসে ব্যক্তিগত ৬৭ রানে লাবুশানেকে ফিরিয়ে দেন ক্রেইগ ওভারটন। লাবুশানে ফিরে যাবার পর আর মাত্র ৪ ওভার খেলা হলে ম্যাচে হানা দেয় বৃষ্টি।
বৃষ্টির কারণে অপেক্ষা করার পর শেষ পর্যন্ত প্রথম দিনে আর কোনো বল মাঠে গরায়নি। মাত্র ৪৪ ওভার খেলা হয় প্রথম দিনে। প্রথম দিন শেষে অজিদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭০ রান। ব্যাট হাতে স্মিথ অপরাজিত আছেন ৬০ রানে ও ট্র্যাভিস হেড অপরাজিত আছেন ১৮ রানে।