https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার পুরনো লড়াই ‘অ্যাশেজ’। দুই দলের মধ্যকার এটি শুধু একটি টেস্ট সিরিজই নয় এর চেয়ে যেন বাড়তি কিছু। এবারের অ্যাশেজটা শুরুতে খুব বেশি সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। প্রথম টেস্টে অজিদের কাছে তারা হেরে বসেছে বিশাল ব্যবধানে। তাই লর্ডস টেস্টে দলে এসেছে পরিবর্তন।
এজবাস্টন টেস্টে স্কোয়াডে মঈন আলি থাকলেও লর্ডস টেস্টে তার বদলে একাদশে দেখা যেতে পারেন জ্যাক লিচ। সাম্প্রতিক সময়ে ব্যাট কিংবা বল হাতে কোনোটাইতেই ছন্দে নেই মঈন আলি। ফলে দ্বিতীয় টেস্টের জন্য তাকে চলে যেতে হয়েছে দলের বাইরে।
অন্যদিকে এজবাস্টন টেস্টে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন পেসার জেমস আন্ডারসন। তার বদলে একাদশে দেখা যেতে পারে জোফরা আর্চারকে। প্রথম টেস্টে ইনজুরির কারণে বাইরে থাকলেও সেরে উঠেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ফলে রঙিন পোশাকে আলো ছরানোর পর এবার সাদা পোশাকেও দ্যুতি ছড়াতে প্রস্তুত রয়েছেন তিনি।
এক নজরে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জস বাটলার, বোরি বার্নস, স্যাম কারান, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জো ডেনলি, জোফরা আর্চার, জ্যাক লিচ, বেন স্টোকস,
উল্লেখ্য, অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হতে যাচ্ছে ১৪ আগস্ট।