অ্যাশেজ: দ্বিতীয় দিনে নাকাল ইংলিশরা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

অ্যাশেজের দ্বিতীয় দিনে অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেলে দ্বিতীয় দিনেই শুরু হয় ম্যাচ। প্রথম ইনিংসে মাত্র ২৫৮ রানেই গুটিয়ে গেছে ইংলিশরা।

প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের প্রথম উইকেট কোনো রান তোলার আগে পড়লে দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ২৬ রানে। তিনে নামা জো ডেনলি ও ররি বার্নস মিলে কিছুটা বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। ডেনলি ব্যক্তিগত ৩০ রানে ফেরত গেলে আবারও ব্যাটিং বিপর্যয় ঘটে ইংল্যান্ডের। দলীয় ১৩৮ রানেই ৬ উইকেট পড়ে গেলে সেখান থেকে মান রক্ষার লড়াই করেন জনি বেয়ারস্টো এবং ক্রিস ওকস। ওকস ৩২ রানে ফিরে গেলেও লড়াই চালিয়ে যাক বেয়ারস্টো। শেষ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরে যাবার আগে বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৫২ রানের ইনিংস।

দিনের ৭৭.১ ওভার ব্যাট করে শেষ পর্যন্ত ইংলিশরা অলআউট হয় ২৫৮ রানে। বল হাতে অজিদের হয়ে প্যাট কামিন্স, নাথান লায়ন ও হ্যাজেলউড ৩টি করে এবং পিটার সিডল নেন ১টি উইকেট।

দ্বিতীয় দিনে ১৩ ওভার ব্যাট করে অজিদের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৩০ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »