https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ছিটকে গেছেন অ্যাশেজ সিরিজ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজের আর কোনো ম্যাচেই মাঠে নামতে পারছেন না এই তারকা পেসার।
অ্যাশেজের শুরুর ম্যাচেই মাত্র ৪ ওভার বল করে ইনজুরিতে পড়ে খেলতে পারেননি ওই ম্যাচটি। প্রথম ম্যাচ তো বটেই দ্বিতীয় কিংবা তৃতীয় ম্যাচেও ছিলেন না তিনি। অবশ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার জন্য অপেক্ষা করেছেন চতুর্থ ম্যাচ পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হল না তার।
এদিকে ওল্ড ট্রাফোর্ডে অ্যাশজের চতুর্থ ম্যাচের স্কোয়াডও ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এক নজরে অ্যাশেজের চতুর্থ ম্যাচের স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জস বাটলার, জ্যাক লিচ, বেন স্টোকস, ক্রিস ওকস, স্ট্রুয়াট ব্রড, রোরি বার্নস, স্যাম কারান, জোফরা আর্চার, জো ডেনলি এবং ক্রেইগ ওভারটন।
উল্লেক্য, অ্যাশেজে ৫ ম্যাচের সিরিজের তিন ম্যাচ শেষে ১-১ এ সমতা বিরাজ করছে। তৃতীয় ম্যাচটিতে বেন স্টোকসের নৈপুণ্যে জিতে যায় ইংল্যান্ড দল।