https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
অ্যাশেজের চতুর্থ ম্যাচে ম্যানচেস্টারে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে ইংলিশদের ৩৮৩ রানের বিশাল লক্ষ্যবেধে দিয়েছে অজিরা।
প্রথম ইনিংসে ৪৯৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেই ইনিংস ঘোষণা করে অজিরা। চতুর্থ দিনের শুরু থেকে ইংল্যান্ডকে আক্রমণ করে অস্ট্রেলিয়া। আগের দিনে ৫ উইকেটে ২০০ রান ন্যে শুরু করা ইংলিশদের অলআউট করার পর ব্যাটিং করতে নামে অজিরা। দ্বিতীয় ইনিংসে এসে দেখেশুনে এগোতে থাকে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল ছিল স্মিথের ব্যাট। ইনিংস সর্বোচ্চ ৮২ রান করেন তিনি। তাকে কিছুটা সঙ্গ দিয়ে ম্যাথু ওয়েড করেন ৩৪ রান। শেষের দিকে টিম পেইনের ২৩ রানের পর দ্বিতীয় ইনিংসে যখন দলের সংগ্রহ থামে ১৮৬ রানে তখন ইনিংস ঘোষণা করে অজিরা।
চতুর্থ দিনে মাত্র ৭ ওভার ব্যাটিং করার সুযোগ পায় ইংল্যান্ড। তবে এই স্বল্প ওভারেই দুই উইকেট খুইয়ে বসে তারা। ইনিংসের প্রথম ওভারেই প্যাট কামিন্স আক্রমণে এসে খালি হাতে ফিরিয়ে দেন ওপেনার রোরি বার্নস ও অধিনায়ক জো রুটকে। তবে আর কোনো বিপদ ঘটতে দেননি জো ডেনলি ও জেসন রয়। চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৮ রান তুলেছে ইংলিশরা। পঞ্চম দিনে তাই রুটের দলের পারি দিতে হবে রান পাহাড়। শেষের দিনে জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ৩৬৫ রান। হাতে আছে ৮ উইকেট।