https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজের চতুর্থ ম্যাচে অজিদের কাছে ১৮৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। শেষের দিকে জস বাটলার লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত কূল খুঁজে পাননি তিনি।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৯৭ রানের জবাবে ইংলিশরা অলআউট হয় ৩০৭ রানে। তব দ্বিতীয় তৃতীয় দিনে বৃষ্টি থাকলেও চতুর্থ দিনে এসে আবারও হাসে স্মিথদের ব্যাট। ৬ উইকেটে ১৮৬ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অজিরা।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে দাঁড়ায় ৩৮৩ রানের বিশাল লক্ষ্য। এই লক্ষ্য টপকাতে গিয়ে ম্যাচের চতুর্থ দিনেই দলীয় ১৮ রানে টপ অর্ডারের ২ ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। শেষ দিনে এসে শুরু দিকে কিছুটা লড়াই চালান জো ডেনলি ও জেসন রয়। ব্যক্তিগত ৩১ রানে রয় বিদায় নিলে ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। মিডল অর্ডারে এসে জস বাটলার কিছুটা প্রতিরোধ অবশ্য গড়েছিলেন। সেটা ধোপে টিকেনি জস হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে বাটলার সাজঘরের পথ ধরলে।
প্যাট কামিন্স, হ্যাজেলউডদের বোলিং তোপে পড়ে শেষ পর্যন্ত ইংল্যান্ড গুটিয়ে যায় ১৯৭ রানে। ফলে অজিরা পায় ১৮৫ রানের জয়।
বল হাতে অজিদের হয়ে কামিন্স ৪টি, হ্যাজেলউড ২টি, লায়ন ২টি, স্টার্ক ১টি এবং লাবুশানে নেন ১টি উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাট করা স্টিভেন স্মিথ।