অ্যাম্বুলেন্সে করে হোটেলে ফিরলেন কিউই ক্রিকেটাররা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে কিউইরা। তবে টি-২০ সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কাটুনাওয়েকেতে।

পাহাড়ি অঞ্চলের ওই জায়গায় ম্যাচ খেলে হোটেলে ফেরার পথে টিম বাসটি নষ্ট হয়ে যায়। বাসটি ঠিক করার চেষ্টা করা হলে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। অন্যদিকে দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা হতে থাকলে কিউইদের হোটেলে ফেরার জন্য অ্যাম্বুলেন্স, সেনাবাহিনীর জিপ ও মিনি জিপের ব্যবস্থা করা হয়।

তবে এমন বিব্রতকর পরস্থিতিতে পড়েও বেশ হাসিখুশি অবস্থাতেই দেখা গেছে কিউই টিমের সদস্যদের। টুইটারে একটি ভিডিও পোস্টে কিউইদের বেশ হাসিখুইই দেখা যায়।

https://twitter.com/BLACKCAPS/status/1167144006595121152

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে তি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১ আগস্ট মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »