https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
উইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে লড়ছে ভারত। ম্যাচের দ্বিতীয় দিনে ইশান শর্মার দুর্দান্ত বোলিংয়ে এগিয়ে আছে ভারত।
প্রথম ইনিংসে ভারতের করা ২৯৭ রানের পর ব্যাট হাতে নামে উইন্ডিজ। তবে ইশান্ত শর্মার বোলিং তোপে পড়ে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই ক্যারিবিয়ানরা। ওপেনিং জুটিতে দলীয় ৩০ রানেই ফাটল ধরান ইশান্ত। টপ অর্ডারের চার ব্যাটসম্যানের কেউই সুবিধা করতে না পারলে দলীয় ৮৮ রানেই ৪ উইকেটের পতন ঘটে। বিপর্যয় অবশ্য সামাল দেয়ার চেষ্টা করেন রোস্টন চেজ। অর্ধশতক থেকে ২ রান পিছিয়ে তার নামের পাশে যখন ৪৮ রান তখন তাকেও সাজঘরে ফেরত পাঠান ইশান্ত। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি দ্বিতীয় দিনে। ১৮৯ রানে ৮ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা শেষ করে দ্বিতীয় দিন। ভারতের থেকে এখনও তারা পিছিয়ে ১০৮ রানে।
বল হাতে ভারতের জয়ে এদিন ইশান্ত শর্মা ৫টি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং রবিন্দ্র জাদেজা নেন ১টি করে উইকেট।